Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

 

1। অফিসের নাম ও বিবরণঃ

গণপ্রজাতন্ত্রীবাংলাদেশসরকার

একটিবাড়িএকটিখামার প্রকল্প

পল্লীউন্নয়নওসমবায়বিভাগ

শিবালয়, মানিকগঞ্জ।

 

 

 

 

 

অফিসের ছবি

পরিচিতিঃবাংলাদেশের দারিদ্রতা ২০% কমিয়ে আনার অঙ্গীকারসহ ও পল্লীর প্রতিটি পরিবারকে নানাবিধ খামারে রূপান্তরিত করা, বর্তমানে সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্প “একটি বাড়ি একটি খামার”। জুলাই/২০০৯ হতে প্রকল্পের কার্যক্রম গ্রাম পর্যায়ে বাস্তায়নের কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬খ্রিঃ পর্যন্ত সময়ে বাংলাদেশের ৮৫ হাজার গ্রামে ৫১ লক্ষ দারিদ্র, হতদারিদ্র ও গরিব মানুষকে প্রকল্পের আওতায় আনা হবে। বর্তমানে অত্র শিবালয় উপজেলার ২০১২-১৩ অর্থ বছরে মোট তহবিলের পরিমাণ ২.৮৬ (লক্ষ টাকা)। পুজি গঠন, ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও আর্থিক সহায়তা প্রদানের ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে নানা উৎপাদনমূখী কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন, আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্পের অন্যতম লক্ষ্য।ইতোমধ্যে আর্থিক লেনদেন সহজতর করার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।